UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রজন্মের প্রতি শিল্পী আবিদের আদর্শ অনুসরণের আহ্বান

koushikkln
জুলাই ৩০, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিল্পী মিনা আবিদের ১১তম প্রয়ানবার্ষিকী স্মরণে ২৯ জুলাই, ’২২ শুক্রবার শিল্পী আবিদ স্মৃতি পরিষদ উদ্যোগে  খুলনা লায়ন্স কনভেনশন সেন্টারে ‘শিল্পী আবিদ জুলাই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খুলনা লায়ন্স কনভেনশন সেন্টারে কবি দুখু বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শঙ্কর মল্লিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সংস্কৃতি অঙ্গণে একটি বিশেষ সংকট মুহূর্তে শিল্পী আবিদ ক্লোজআপ-১ তারকা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাঁর দায়বদ্ধতা, দৃঢ় অঙ্গীকার, দেশবোধ ও বিপুল সম্ভাবনা নিয়ে উপস্থিত হয়। আজকের দিনে শিল্পীর আদর্শ অনুসরণে সে কারণে বক্তারা নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

স্মরণসভায় স্মারক বক্তৃতা করেন অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, প্রফেসর হাফিজুর রহমান ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এ্যাড. এম এম সাজ্জাদ আলী।

শুরুতে শিল্পী আবিদের কণ্ঠের সঙ্গীত উচ্চারণে দাঁড়িয়ে তাঁর স্মৃতিকে স্মরণ করা হয়। সংস্কৃতি অনুষ্ঠান পর্বে অংশগ্রহণ করেন শিল্পী সাধন ঘোষ, রোজী রহমান, কাজল ইসলাম, তরুণ মজুমদার, অরণী মিত্র ও রাকিবা খান লুবা।