UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

usharalodesk
মে ৮, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরে সড়ক দুর্ঘটনায় ১ জন স্কুলশিক্ষক নিহত এবং অপর কয়েকজন আহত হয়েছে। আজ সকাল পৌনে ৭টার দিকে নাটোর শহরের হাজরা নাটোর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি সিংড়া উপজেলা হাতিয়ানদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং নাটোর শহরের পটুয়াপাড়া মহল্লার অনিল কর্মকারের ছেলে আসিদ কর্মকার।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস নাটোর-বগুড়া মহাসড়কের হাজারা নাটোর এলাকায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্কুলশিক্ষক আসিদ কর্মকারের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(ঊষার আলো- এম. এইচ)