UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী সহপাঠীকে ফেসবুকে যৌন হয়রানি, তোলপাড় বুয়েট

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক নারী শিক্ষার্থীকে ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই ব্যাচের ৪ সহপাঠীর বিরুদ্ধে। এই ঘটনায় দেশের অন্যতম সর্বোচ্চ এ বিদ্যাপীঠে তোলপাড় শুরু হয়েছে।

এরইমধ্যে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেসবুকে যৌন হয়রানির এই ঘটনার প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সামাজিক অবক্ষয়ের ফলেই এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা।

অভিযুক্তদের সকলেই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। তাদের একজন জারিফ হোসেইন। যিনি একই ব্যাচের স্থাপত্য বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করা শুরু করেন। চাহিদামতো সায় না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি চালিয়ে যান যৌন হয়রানি। ন্যাক্কারজনক এই কাজে তাকে সহায়তা করেন তার তিন সহপাঠী- জারিফ ইকরাম, জাহিদ মনোয়ার চৌধুরী এবং সালমান সায়ীদ।

এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধ করেও পার পেয়ে যাওয়ার অপসংস্কৃতি ও মুল্যবোধের সংকটই এমন অবক্ষয়ের জন্য দায়ী বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা।

সন্তানকে শুধু ভালো ছাত্র হিসেবেই না একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেও অভিভাবকদের পরামর্শ দেন তারা।

(ঊষার আলো-এফএসপি)