ঊষার আলো রিপোর্ট :সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে কাজীরহাট সংলগ্ন শিমুলতলা কাচারি এলাকায় সড়ক দুর্ঘটনায় তারিক রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।তারিক উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তিনি সনিক বাংলাদেশে কাজ করতেন।
তিনি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বাসিন্দা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তি যে কোনো যানের সঙ্গে দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ঊষার আলো-এসএ