UsharAlo logo
রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের সাবেক ভূমি কর্মকর্তার ৩১ বছরের কারাদণ্ড

usharalodesk
জানুয়ারি ১২, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : নড়াইলের সাবেক ভূমি কর্মকর্তা চন্দ্র বিশ্বাসকে ৩১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মাদ সামসুল হক এ রায় ঘোষণা করেন।

জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের মামলায় নড়াইলের সাবেক ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঁচ মামলায় ৩১ বছরের সশ্রম কারাণ্ড দেয়া হয়। একইসাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাকে এই দণ্ড দেয়া হয়।

দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব জানিয়েছেন, নড়াইলের আওড়িয়া ও চণ্ডিবরপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা থাকাকালে জাল কাগজপত্র তৈরি করে চার লাখ ৬৬ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন নারায়ণ চন্দ্র। এ ঘটনায় নড়াইল সদর ভূমি অফিসের কানুনগো হাবিবুল্লাহ বাহার ২০০২ সালের ১০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে মামলা করেন। এসব মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় দুদক।

সর্বশেষ বৃহস্পতিবার আদালত পাঁচ মামলায় নারায়ণ চন্দ্র বিশ্বাসকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছেন।