UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পরিচয় কিন্তু বাংলাদেশি, ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না’

usharalodesk
ডিসেম্বর ৪, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স-চ্যানেল আই সুপারস্টারখ্যাত তারকা জাকিয়া বারী মম ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজেও ব্যস্ত থাকতে দেখা যায় এ অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মম।

সেই পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। নির্মাতা রাশিদ পলাশ মমর সেই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন— ইয়েস। জিসান নামে এক নেটিজেন লিখেছেন—কিন্তু এই সহজ বিষয়টি কে কাকে বোঝাবে।

উল্লেখ্য, দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন মম। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘রিমান্ড’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। গল্পের মূল বিষয়বস্তু— বর্তমান রাজনীতি। নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান।

নাটক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প। এরই মধ্যে আমরা বেশ কিছু দিন শুটিং করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে।

এর মধ্যে একটি বেসরকারি চ্যানেলে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘নীল ঘূর্ণি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এ ছাড়া এই অভিনেত্রী ‘মাস্টার’ শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন।

ঊষার আলো-এসএ