UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ নিয়ে অভিযোগ পাইনি : রিটার্নিং কর্মকর্তা

usharalodesk
জুন ১৫, ২০২২ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী।বুধবার (১৫ জুন) রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধীরগতিতে ভোট হওয়ার কারণ কী- এমন প্রশ্নের জবাবে শায়েদুন্নবী চৌধুরী বলেন, একজন ভোটার তিনটি মার্কায় ভোট দিচ্ছেন। প্রথম প্রথম একটু হয়তো চিন্তা করেন যে কীভাবে ভোট দেবেন। এজন্য একটু ধীরগতি হতে পারে।ফিঙ্গার মিলছে না, এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় আঙ্গুলের রেখার কারণে এমনটা হয়। এগুলো এক-আধটু হতে পারে।‌

এর মধ্যেই আমরা চালিয়ে যাব।প্রিসাইডিং কর্মকর্তারা অবহিত আছেন, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।ইভিএম ডিভাইস সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা বলেন, ইভিএম সবগুলো যে ঠিকঠাক কাজ করছে এ রকম নয়। আমাদের মোবাইল কারিগরি টিম আছে, তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। মেজর কোনো অভিযোগ আমরা পাইনি।

ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমি মনে করি সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। পোলিং এজেন্টদের জিজ্ঞেস করেছি, ওনারাও আমাকে নিশ্চিত করেছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে কোনো কোনো মেয়র প্রার্থী নিজের এজেন্ট দেননি।

ঊষার আলো-এসএ