UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন

ঊষার আলো
আগস্ট ২৯, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে বার বার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে

রবিবার (২৯ আগস্ট) আইন সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন আবেদন করেছেন

গত আগস্ট পরীমনি তার সহযোগীকে আদালতে হাজির করা হয়। এরপর বনানী থানার মামলায় তাদের প্রথম দফায় দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ আগস্ট পরীমনি তার সহযোগী দিপুর দ্বিতীয় দফায় দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে আরো দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

ঊল্লেখ্য, গত আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করে ্যাব। অভিযানে মাদক এলএসডি, মদ আইস উদ্ধার করা হয়। পরীমনির ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়

(ঊষার আলোআরএম)