UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীমনির জামিন শুনানির দিন ধার্য

usharalodesk
আগস্ট ১৬, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করা হয়েছে।

আজ সোমবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। আগামী ১৮ আগস্ট আদালত জামিন শুনানির দিন ধার্য করেছেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানান, ‘আমরা পরীমনির জামিন শুনানি করতে চেয়ে বিশেষ আবেদন করেছি। আগামী ১৮ আগস্ট আদালত শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি নানা ব্র্যান্ডের দামি মদ ও মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন ও ১০ আগস্ট পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে পরীমনি কারাগারে রয়েছেন।

(ঊষার আলো-এফএসপি)