UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনির বন্ধু অমির অফিসে পুলিশের অভিযান, মামলা

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির বন্ধু অমির অফিসে অভিযান চালিয়েছে সাভার থানা পুলিশ। ১৫ জুন মঙ্গলবার রাত ১২টার দিকে অভিযান চালায় পুলিশ।
তবে, অমির অফিসে কি পেয়েছে সে বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি পুলিশ। শুধুমাত্র একটা মামলা করার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, পরীমনির করা মামলায় ৭ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছে অমির।
১৩ জুন রোববার প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন পরীমনি। পরে সোমবার সকালে সাভার থানায় একটি মামলা দায়ের করে। এতে নাছির উদ্দিন ও বন্ধু অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ওইদিন দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)