পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুলাই) বিকালে গড়ইখালী হাট চত্বরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গাউছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড : সোহরাব আলী সানা।
সম্মানিত অতিথি ছিলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব। উদ্বোধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, প্রচার সম্পাদক খায়রুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আব্দুস সাত্তার গাজী, এসএম আয়ুব আলী। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা রেজাউল ইসলাম রাজা, মাহমুদুন্নবী মিল্টন, সুরোজিৎ মন্ডল, অহিদুজ্জামান, আবু সাঈদ খান, গাজী কামরুল ইসলাম, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায়, সুকৃতি রায়, মফিজুর রহমান, ইমদাদুল হক টিটু, এসএম লুৎফর রহমান, জিএম ইকরামুল ইসলাম, গাজী মিজান, আরশাদ আলী বিশ্বাস, যুবলীগের সাবেক সভাপতি এসএম শামছুর রহমান, জুলি শেখ, লতা আমিন, নিবেদিতা মন্ডল, ফাতেমা তুজ জোহুরা রূপা, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, তৌহিদুজ্জামান সম্রাট, আছাদুজ্জামান, রাজিকুজ্জামান সুমন, হামিম সানা ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলমান ছিল।