UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার ৩ হাজার কৃষক পেল বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার

pial
ডিসেম্বর ৪, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশি ও হাইব্রীড ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে এলাকার ৩ হাজার ২৫০ জন কৃষকদের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ ও সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজানান আলী, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, শেখ তোফায়েল আহমেদ ও এনামুল হক।

(ঊষার আলো-এফএসপি)