UsharAlo logo
সোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় উদ্ধারকৃত কচ্ছপ জলাশয়ে অবমুক্ত, বিক্রেতাকে জরিমানা

pial
নভেম্বর ২২, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কচ্ছপ সহ এক বিক্রেতাকে আটক করা হয়েছে। বিক্রেতার কাছ থেকে উদ্ধারকৃত কচ্ছপ জলাশয়ে অবমুক্ত এবং বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিনোদ বিহারী মন্ডলের ছেলে মনোরঞ্জন মন্ডল (৫৫) অন্য এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে এলাকায় বিক্রি করছিল। এ খবর জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ২১টি কচ্ছপ সহ বিক্রেতা মনোরঞ্জনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর আওতায় বিক্রেতা মনোরঞ্জনকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত কচ্ছপ সরল খাঁ দীঘিতে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, এসআই তরিকুল ইসলাম, নিরুপম নন্দি, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, আনসার সদস্য মোঃ রাকিব ও সচীন।

(ঊষার আলো-এফএসপি)