পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বিষয়ক জন সচেতনতামূলক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে।
রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, জাইকা প্রকল্পের ইউডিএফ হাফিজুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। প্রশিক্ষণে ১শ জন উপকারভোগী অংশগ্রহণ করে।
(ঊষার আলো-এফএসপি)