পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য পরিদর্শক দেবপ্রসাদ দাশ, গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
উল্লেখ্য, উপজেলায় ১৩ হাজার ১২৩ জন খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগী রয়েছে। ইতোমধ্যে এসব উপকারভোগীদের অনলাইন ডাটাবেজ করা হয়েছে। এতে ১১ হাজার ৪৩০ জনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যু জনিত, রেজিস্ট্রেশন না করা ও স্থান পরিবর্তন সহ নানা কারণে এক হাজার ৬৯৩জন উপকারভোগী অনলাইন ডাটাবেজ তালিকায় অন্তর্ভূক্ত হতে পারেনি। সভায় ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত উপকারভোগীদের নতুন শূন্য তালিকায় অন্তর্ভূক্তকরণের অনুমোদন দেওয়া হয়।
(ঊষার আলো-এফএসপি)