পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নানা ধরণের পদক্ষেপও নিচ্ছে দেশটি। এরমাঝেই পাকিস্তানের এক পোশাকশিল্পীর সঙ্গে দেখা গেছে কারিনা কাপুরকে। তারপর থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন কারিনা।
দুবাইতে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে দেখা কারিনার। ফারাজ ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড নায়িকার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন—‘উইদ দ্য ওজি।’ সেই ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ।
কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল কারিনা। কতটা নির্লজ্জ!’ আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলিব্রেটিদের কোনও দায়িত্ব নেই ‘ কেউ বা আবার ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেছেন কারিনাকে।
ঊষার আলো-এসএ