UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে ফের সূচকের পতন

usharalodesk
অক্টোবর ২৪, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ রোববার (২৪ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা পতনের পর গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) সূচকের উত্থান হলেও প্রথম কার্যদিবস আবারও সূচকের পতন হয়েছে পুঁজিবাজারে।

তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে ৭ হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৮৭ ও ২৬৯৮ পয়েন্টে অবস্থান করছে।

রবিবার ডিএসইতে ১ হাজার ৪৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ১৬১ কোটি টাকার লেনদেন বৃদ্ধি পেয়েছে। আগের দিন ডিএসইতে ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৭টি কোম্পানির ও কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৭০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির ও কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর।

আজ সিএসইতে ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয় মোট ৪১ কোটি ৮১ লাখ টাকার।

(ঊষার আলো-এফএসপি)