UsharAlo logo
মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবার ওয়েব সিরিজে ওমর সানী

বিনোদন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

অভিনয়ের চেয়ে ইদানীং ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত থাকেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। রেস্টুরেন্ট ব্যবসা আছে তার। সেটাতেই সময় দেন বেশি। পর্দায় নিয়মিত না হলেও ঠিকই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বিভিন্ন ইস্যু নিয়েও থাকেন সোচ্চার।

সম্প্রতি এ অভিনেতা একটি ওয়েব সিরিজে অভিনয় শুরু করেছেন। সিরিজটির নাম এখনো চূড়ান্ত হয়নি। একই সিরিজে সানীর সঙ্গে অভিনয় করছেন পরিচালক, অভিনেতা কাজী হায়াৎ।

এরইমধ্যে ওমর সানী রাজধানীর ইস্কাটনের একটি শুটিংবাড়িতে সিরিজটির শুটিংয়ে অংশ নিয়েছেন।

এ ব্যাপারে ওমর সানী বলেন, অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। এতে ডিবি পুলিশের চরিত্রে দেখা যাবে আমাকে। বর্তমান প্রেক্ষাপটে ডিবির সদস্যরা কতটা দায়িত্ব নিয়ে কাজ করছেন, সেটিই দেখানো হবে পর্দায়।

তিনি বলেন, ‘প্রথমবার আমি কোনো ওয়েব সিরিজে কাজ করেছি। একটি থ্রিলারধর্মী গল্পের সিরিজ এটি। সবকিছু ঠিক থাকলে আশা করছি কাজটি ভালো হবে।’ সিরিজটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা।

ঊষার আলো-এসএ