UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফকিরহাটে একদিনে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

pial
অক্টোবর ২৭, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাস্তায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলা সদরের কামরুজ্জামানের ছেলে মোঃ সৈকত (৩৫) ও বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার চিন্ময় দেবনাথের ছেলে চয়ন দেবনাথ (২৫)।

পুলিশ জানায়, মো. সৈকত বুধবার সন্ধ্যার পর মোটরসাইকেল চালিয়ে ফকিরহাট উপজেলা থেকে মোল্লাহাটে নিজ বাড়িতে যাওয়ার পথে ফলতিতা বাজারের কাছে বিপরীতে দিক থেকে আসা গাড়ির লাইটের আলো চোখে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের পাশে বসানো পিলারের সাথে ধাক্কা লেগে পড়ে যায়।

এতে মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোল্লাহাট মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শেখ আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফকিরহাট মডেল থানার ওসি মুহা. আলীমুজ্জামান জানান এ ঘটনার আগে, বেলা ২ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেল আরোহী চয়ন দেবনাথ নামের কলেজ ছাত্র নিহত হন। এ সময় আরও দুই আরোহী আহত হয়েছেন। নিহত কলেজ ছাত্র চয়ন দেবনাথ বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র বলে নিহতের পরিবার জানায়। হাইওয়ে পুলিশ দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনসহ মোটরসাইকেল ২ টি জব্দ করেছে।

(ঊষার আলো-এফএসপি)