UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে নগদ টাকা ও স্বর্নালংকার লুট

usharalodesk
আগস্ট ৮, ২০২১ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা বেতাগা শুকদাড়া গ্রামে বাড়ীর সকলকে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ৫/৬ জনের অজ্ঞাত ডাকাত দল শুক্রদাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ীতে প্রবেশ করে প্রথমে ঘরের গ্রীল কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সকল কে বেধে রেখে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও ৩ লাখ ৭০ হাজার টাকার স্বর্নালংকার লুট করে নেয়।

এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। গৃহকর্তা কামাল হোসেন জানান, শনিবার গভীর রাতে বসত ঘরের গ্রীল কেটে ৫ জন ঘরে প্রবেশ করে। পরে তাকেসহ তার স্ত্রী, পিতাসহ বাড়ীর সকলকে বেধে ফেলে প্রায় ৪ ঘন্টা সময় ধরে ডাকাতরা তল্লাশি করে এবং নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নিয়ে যায়।

এ বিষয়ে ফকিরহাট থানায় অভিযোগ দিয়েছি। খবর পেয়ে জেলার উর্ব্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তার বাড়ী পরিদর্শন করেছেন। ডাকাতির বিষয়ে ফকিরহাট থানার ওসি(তদন্ত) আলীমুজ্জামান রবিবার সকালে এ প্রতিবেদক জানান, গৃহকর্তা কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে ফকিরহাট থানায় একটি ডাকাতি মামলা করেছেন। ডাকাতদের সনাক্ত করতে থানা পুলিশ জোর চেষ্টা অব্যাহত রেখেছে।

(ঊষার আলো-আরএম)