ঊষার আলো ডেস্ক : ব্যক্তিগত জীবনের ঝড় সামলে এবার পেশাগত জীবনে সরব হচ্ছেন জনি ডেপ। সম্প্রতি ‘জ্যঁ দু ব্যারি’ নামের একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। এই ছবিতে তাকে দেখা যাবে ফরাসি রাজা লুই পঞ্চদশের চরিত্রে। আর সম্প্রতি ছবিতে জনির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এতে রাজার বেশে দেখা গেছে তাকে, চোখ ছিল কালো কাপড়ে বাঁধা।
সিনেমাটি পরিচালনা করছেন ফ্রেঞ্চ নির্মাতা মাইওয়েন। ফরাসি রাজা লুই পঞ্চদশ এবং জ্যঁ দু ব্যারির ঐতিহাসিক প্রেমকাহিনী ছবিতে তুলে ধরা হবে বলে জানিয়েছে ডেডলাইন। এ ছবিতে জ্যঁ দু ব্যারির চরিত্রে অভিনয় করছেন নির্মাতা নিজেই।
ডেডলাইন জানায়, গত ২৬ জুলাই ‘জ্যঁ দু ব্যারি’ ছবিটির দৃশ্যায়ন শুরু হয়েছে। টানা ১১ সপ্তাহ এ শুটিং চলবে। প্যারিসের নানান লোকেশন ও স্টুডিওতে ‘জ্যঁ দু ব্যারি’র দৃশ্যায়ন সম্পন্ন হবে।
উল্লেখ্য, জনিকে সর্বশেষ ২০২০ সালে দেখা যায় ‘মিনামাতা’ ছবিতে। এরপর হতে বড় পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। আম্বার হার্ডের সাথে আইনি লড়াই নিয়ে আলোচনায় ছিলেন তিনি। গত জুনে প্রকাশিত রায়ে জয় পান হলিউডের প্রভাবশালী এ অভিনেতা।
(ঊষার আলো-এফএসপি)