UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিফার র‍্যাংকিংয়ে আরও এক ধাপ পেছাল বাংলাদেশ

usharalodesk
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা। আর যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। আগস্টের পর এবার সেপ্টেম্বরেও র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। ১৮৮ থেকে তাদের অবস্থান এখন নেমে ১৮৯তম।

সেরা পাঁচে একটি পরিবর্তন রয়েছে। ফ্রান্সকে চারে নামিয়ে এক ধাপ উপরে উঠে তিনে আছে ইংল্যান্ড। আর দুই নম্বরে আগের মতোই রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইউরো চ্যাম্পিয়ন ইতালি আছে পঞ্চম স্থানে।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে (৮) পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে পর্তুগাল ও ৯ নম্বরে আছে মেক্সিকো। আর এক ধাপ উপরে উঠে সেরা দশে ঢুকেছে ডেনমার্ক। যুক্তরাষ্ট্রকে (১৩) পেছনে ফেলে এক ধাপ করে উপরে উঠেছে নেদারল্যান্ডস ও উরুগুয়ে ১১ ও ১২তম।

তবে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেরও অবনমন হয়েছে। তারা দুই ধাপ পিছিয়ে গেছে, ১০৫ থেকে নেমে এখন তারা ১০৭ নম্বরে।

(ঊষার আলো-এফএসপি)