UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেইসবুক পোস্টে আ.লীগ ও এমপিকে নিয়ে বানোয়াট মন্তব্য :থানায় জিডি

koushikkln
নভেম্বর ১৮, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ ও স্থানীয় সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে মিথ্যা-অসত্যমন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট দেয়ায় থানায় জিডি দায়ের করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: ফয়জুল ইসলাম আশিক তালুকদার এ জিডি দায়ের করেন।

তথ্য সূত্রে জানা যায়, ফেইসবুক আইডি www.facebook.com/rattan.sikder.7739 থেকে গত ১৭ সেপ্টেম্বর, ১৫ অক্টোবর, ১১ নভেম্বরসহ বিভিন্ন তারিখ ও সময় আওয়ামীলীগ ও স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে মিথ্যা-অসত্য, বানোয়াট, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক পোষ্ট দেয়। যা (Link www.facebook.com/profile.php?id-100027838414915) দিয়ে শেয়ার ও সহমত পোষন করে একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত বলে প্রতীয়মান।
এঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ কলাপাড়া উপজেলা সাধারন সম্পাদক আশিক তালুকদার সংক্ষুব্ধ হয়ে এ জিডি দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম শুক্রবার ছাত্রলীগ নেতার জিডি দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। খোঁজ-খবর নেয়া হচ্ছে, ঐ ফেসবুক আইডির ব্যবহারকারীদের সনাক্ত করে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।