UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে একসঙ্গে জন্ম নিয়েছে ২ মেয়ে ২ ছেলে

usharalodesk
এপ্রিল ৩, ২০২১ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফেনীতে এক গৃহবধূর কোলজুড়ে একসঙ্গে জন্ম নিয়েছে ৪টি ফুট ফুটে সন্তান। একসঙ্গে ৪টি সন্তান পেয়ে খুব খুশি হলেও তাদের সুস্থতা, লালনপালন ও ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের রাজমিস্ত্রি ফরহাদের পরিবার।
ফেনীর ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ৩০ মার্চ মঙ্গলবার একসঙ্গে ৪টি সন্তান জন্ম দিয়েছে ফরহাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। ৪টি নবজাতকের মধ্যে ২ টি মেয়ে ও ২ টি ছেলেসন্তান রয়েছে। ২ এপ্রিল শুক্রবার হাসপাতাল থেকে গৃহবধূ ও সন্তানদের বাড়িতে নিয়েছে স্বজনরা।
৩০ মার্চ মঙ্গলবার প্রসব বেদনা শুরু হলে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরের ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই জান্নাত স্বাভাবিক নিয়মে ৪টি সন্তান প্রসব করেন।
হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম বলেছেন, প্রথমে ওই নারীর পেটে ৩ টি সন্তান রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছিলাম। প্রসবকালে তিনি একে একে ৪টি সন্তান প্রসব করেছেন। সন্তান জন্মদানের পর ছোটখাটো কিছু সমস্যা থাকলেও শুক্রবার তারা পুরোপুরি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
গৃহবধূর স্বামী ফরহাদ বলেছেন, ৪টি সন্তান পেয়ে তিনিসহ পরিবার-পরিজন সবাই খুশি। পরিবারের সবাই মিলে নবজাতকদের যত্ম নিলে কোনো সমস্যা হবে না তাদের। এ সহযোগিতা তো বেশি দিন সম্ভব হবে না। এদের ভবিষ্যৎ গড়তে সরকারি, বেসরকারি ও ব্যক্তিদের সহায়তার দাবি করেছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)