UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফের একসঙ্গে শাহরুখ-কাজল জুটি!

ঊষার আলো
জুলাই ২৯, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আইকনিক জুটি ফের পর্দায় ফিরছে। অগণিত ভক্তদের মাতাতে নতুন সিনেমা দিয়ে পর্দায় একসাথে হাজির হতে যাচ্ছেন শাহরুখ খান ও কাজল।

‘দিলওয়ালে’তে ২০১৫ সালে শেষবার একসাথে তাদের দেখা যায়। দীর্ঘদিন পর শাহরুখ-কাজল নাকি আবারও এ সিনেমাটি দিয়ে একসাথে পর্দায় ফিরছেন।

বলিউডে গুঞ্জন রটেছে যে, পরিচালক রাজকুমার হিরানি এই জুটিকে নিয়ে হাজির হচ্ছেন। এই সিনেমাটি হতে চলেছে কমেডি ধাঁচের।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মূলত অভিবাসনের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণের কথা রয়েছে। কিন্তু তার মধ্যে ভরপুর থাকবে পলিটিক্যাল স্যাটায়ার ও খানিকটা ব্ল্যাক কমেডিও। এতে এক দম্পতির ভূমিকায় দেখা যাবে শাহরুখ ও কাজলকে। যারা কিনা ভারত থেকে কানাডায় পাড়ি দেবেন। পরিযায়ীর জীবন কেমন হয় সেটাই উঠে আসবে এই সোশ্যাল ড্রামায়।

প্রথমে শোনা গিয়েছিল যে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। পরে ঠিক হয় তাপসী নয় এ সিনেমাতে শাহরুখের নায়িকা হবেন কাজল। আর তাপসীকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। সাথে থাকছেন বিদ্যা বালনও।

(ঊষার আলো-এফএসপি)