UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেশিয়াল প্যারালাইসিসে আক্রান্ত জাস্টিন বিবার

pial
জুন ১১, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার তার ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যু’র বাতিলে অনেকেই হতাশ হয়েছিলেন। ইনস্টাগ্রামে ভক্তদের নিজের অসুস্থতার কথা জানান বিবার, তিনি রামসাই হান্ট সিনড্রমে আক্রান্ত হয়েছেন। এর সিন্ড্রমের ফলে ফেশিয়াল প্যারালাইসিসের সাথে লড়ছেন বিবার।

ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় বিবার বলেন, ‌‘আপনারা যেমনটা দেখতে পারছেন, এক চোখ বন্ধ করতে পারছি না। আর মুখের একপাশ দিয়ে হাসতে পারছি না। নাসারন্ধ্রও নড়াচড়া করতে পারছি না আমি। আমার মুখের এক অংশ পুরোপুরিভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে।’

বিবার আরও জানান, ‘যারা শো বাতিল হওয়ায় হতাশ তাদের বলছি, আমি শারিরীকভাবে সক্ষম না হওয়ায় শো বাতিল করতে হয়েছে। কারণ এটা খুবই গুরুতর সমস্যা।’
বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছেন বিবার ও মুখের ব্যায়াম করছেন। আর এ সময়টা তাকে বিশ্রামেও থাকতে হবে।

(ঊষার আলো-এফএসপি)