UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বক্স অফিস কাঁপাচ্ছে পন্নিয়িন সেলবান সিনেমা

pial
অক্টোবর ৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিয়ান বিক্রম ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সিনেমা ‘পন্নিয়িন সেলবান’, বক্স অফিসে কাঁপাচ্ছে এটি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে মণি রত্নম অভিনীত এ সিনেমা। প্রথম দিনেই বিশ্বব্যাপী ৮৩ কোটি রুপি আয় করে এটি, আর মাত্র দুই দিনে এই সিনেমার আয় দাঁড়িয়েছে ১৫৩.৪ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতে এর গ্রস আয় ৮৩.৪ কোটি রুপি ও পাশাপাশি, বিশ্বের অন্য দেশগুলোতে থেকে আরো ৭০ কোটি রুপি আয় করেছে ‘পন্নিয়িন সেলবান’।

তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিয়িন সেলবান’ অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে, আর এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে এ উপন্যাসটি লেখা হয়েছে। সিনেমাটিতে বিক্রমকে আদিত্য কারিকালান বা আদিত্য দ্বিতীয় চরিত্রে দেখা যায়। আর ঐশ্বরিয়াকে দেখা গেছে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে। এতে বিক্রম-ঐশ্বরিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— জায়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণান ও শোভিতা ধূলিপালার মতো একঝাঁক তারকা।

‘পন্নিয়িন সেলবান’ সিনেমাটির মোট বাজেট ৫০০ কোটি রুপি। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় এটি মুক্তি পেয়েছে।

(ঊষার আলো-এফএসপি)