UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বজ্রপাতে ২ রোহিঙ্গার মৃত্যু, আহত ৩

usharalodesk
সেপ্টেম্বর ২, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে যেয়ে বজ্রপাতে ২ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ রোহিঙ্গা। আজ (বৃহস্পতিবার) সকালে বালুখালী ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছে, বালুখালী ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোহাম্মদ হারেজ (৩৫) এবং ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে নজিমুল হাসান (২৫)।

জানা যায়, বুধবার রাতে নিজেদের ক্যাম্প থেকে পাশের ১৭নং ক্যাম্পে শ্বশুরবাড়িতে বেড়াতে যান হারেজ এবং হাসান। সেখানে রাত যাপনের পর সকালে যখন ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছিল, তখন বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হন ২ জামাই। এ সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করে বালুখালী ১৭নং ক্যাম্পের ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) ইশতিয়াক শাহরিয়ার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় ফিল্ড হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঊষার আলো-আরএম)