UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় আবারও সড়ক দুর্ঘটনা : নিহত ১ আহত ১০ 

মোঃইমরান হোসেন (সুমন), বটিয়াঘাটা
এপ্রিল ২৭, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

আজ রোববার ভোর ৫টায় বটিয়াঘাটা উপজেলার চালনা টু খুলনা রোডের খড়িয়ার গেট নামক স্থানে ট্রাক এবং আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তি ৪নং সুরখালি ইউনিয়নের বুনারাবাদ গ্রামের খগেন্দ্র নাথের পুত্র গোবিন্দ রায়। আহত ১০ জনের মধ্যে অভিজিৎ নামের ১ জনের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় অভিজিৎ মন্ডলের বাড়ী ডুমুরিয়া উপজেলার কাটালিয়া গ্রামে। তিনি বয়ারভাঙ্গা মামার বাড়ী এসে ধান কাটার উদ্দেশ্যে  সকালে বের হয়েছিলেন। বাকি ৯ জন বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাদের অবস্থা শংকা মুক্ত। এক সপ্তাহের ব্যবধানে বটিয়াঘাটায় এমন দুর্ঘটনা বার বার হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে মহাসিন নামে একজন মোটর সাইকেল চালককে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। করে তরমুজের সিজনে হাজার, হাজার ট্রাক খুলনা টু চালনা রোডে দিন রাত বেপরোয়াভাবে চলায় জনজীবন ব্যহত হচ্ছে। এই ছোট্ট রাস্তায় এত বড় বড় ট্রাক বেপরোয়াভাবে চলাচল করায় দুর্ঘটনার ঝুকি বেড়েই চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপে এলাকাবাসী এই পরিস্থিতি থেকে নিস্তার চায়।
ঊআ-বিএস