বিনোদন ডেস্ক: একসময়ে টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী ঋত্বিকা সেন জুটি ছিল সুপারহিট। ‘বরবাদ’ সিনেমার হাত ধরেই টালিউডে যাত্রা শুরু হয়েছিল তাদের। সেই সময় ঋত্বিকার বয়স ছিল ১৪ আর বনির ২৪। ‘বরবাদ’ সিনেমায় বনি ও ঋত্বিকা জুটি সফল হয়। এরপর ‘লাভ স্টোরি’ সিনেমা করেন এ জুটি। সেই সিনেমায় কাজ করার সময়েই তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। সেই সময় এ জুটির রসায়নেও মুগ্ধ হন সিনেমাপ্রেমীরা।
কিন্তু সেই বনির সঙ্গেই নাকি আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। এও জানিয়েছেন— বাড়ির সবার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন অভিনেত্রী।
এ বিষয়ে কী প্রতিক্রিয়া তা জানতে দ্য ওয়ালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বনি সেনগুপ্তের সঙ্গে। অভিনেতা শুটিংয়ে ছিলেন। তাকে নিয়ে ঋত্বিকার বক্তব্য শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর রাখঢাক না করেই বনি বলেন, ঋত্বিকা সিদ্ধান্ত নেওয়ার বহু আগে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, ওর সঙ্গে আমি আর জীবনে কোনো দিন সিনেমা করব না। তিনি বলেন, দুই-তিনটা অফার এসেছিল, আমি না করে দিয়েছি।
হঠাৎ কী এমন হলো?—এমন প্রশ্নের উত্তরে বনি বলেন, ও চূড়ান্ত অপেশাদার। বছর কয়েক আগে একটা ফটোশুট করছিলাম আমরা। সেখানে এমন কিছু ঘটনা ঘটে, আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে কাজ না করার।
সেদিন কী ঘটেছিল, তা যদিও বলতে চাননি বনি। তবে সূত্রের খবর— শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য আচমকাই গায়েব হয়ে যান ঋত্বিকা সেন।
এদিকে জানা যায়, সিনেমা করতে গিয়েই নাকি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাদের। যদিও বনি বা ঋত্বিকা মানতে চান না। বনি বলেন, একেবারেই নয়, ও অনেকটা ছোট। প্রশ্নই ওঠে না। ওদিকে ঋত্বিকা বলেন, আমার দিক থেকে ছিল না কিছুই। বাকি আমি জানি না।
ঋত্বিকার সঙ্গে কাজ না করার কারণ জানিয়েছেন বনি। আর ঋত্বিকা? তিনি কেন চান না? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার সঙ্গে বনির প্রেম কোনোকালেই ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। তিনি বলেন, আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে, কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টোপাল্টা বলব। কিন্তু অনেকে বলে। অতীতে বলেওছে। আমি দেখেছি। খারাপ লেগেছে।
বহুদিন ধরে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন বনি সেনগুপ্ত। অন্যদিকে ঋত্বিকাও প্রেমে আছেন। তবে তার প্রেমিক ইন্ডাস্ট্রির মানুষ নন বলে জানিয়েছেন এমনটাই।
ঊষার আলো-এসএ