UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রী উর্বশীতে মজেছেন হলিউড নায়ক লিওনার্দো

pial
মে ২৭, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মশগুল পুরো সিনেদুনিয়া। ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও হিনা খানদের মতো ভারতীয় অভিনেত্রীদের অনেকেই হাঁটলেন রেড কার্পেটে। ঐশ্বরিয়া আর দীপিকা তো একেকদিন রীতিমতো আগুন ধরালেন নিজের ফ্যাশন ডিভায়। কিন্তু লাল গালিচায় লিওনার্দো ডি ক্যাপ্রিওর নজরে কাড়লেন অন্য ভারতীয় অভিনেত্রী। তিনি হলেন উর্বশী রাউতেলা।

এবছরই ১ম বারের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন উর্বশী। আর অভিষেক ঘটানোর পরই জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দোর থেকে প্রশংসা কুড়ালেন তিনি। নায়িকা তো বিশ্বাসই করতে পারছেন না। ঘন ঘন চিমটি কাটছেন নিজেকে।

বলিউডি সিনেমায় খুব একটা দেখা না গেলেও উর্বশীর অনুরাগীর সংখ্যা কিন্তু কম নয়। ‘ফরেএভার ইয়ং’ এর প্রদর্শনে এবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী। আর শুরুতেই লিওনার্দো ডি ক্যাপ্রিও’র মতো অভিনেতার থেকে প্রশংসা শুনে খুশিতে স্বর্গে পৌঁছেছেন উর্বশী।

উর্বশী রাউতেলা জানান, লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে চোখে পানি চলে এসেছিল। একইসাথে লজ্জায় লালও হয়েছি।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই হলিউডের এক প্রজেক্টে অভিনয় করবেন উর্বশী রাউতেলা। যে ছবি দেখা যাবে নেটফ্লিক্সের পর্দায়। আর পশ্চিমা বিনোদন দুনিয়ায় অভিষেক ঘটানোর আগেই স্বয়ং লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শোনা চারটিখানি কথা নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

(ঊষার আলো-এসএইস)