UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত

pial
জুন ৯, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী স্তন ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে। শাহরুখ খানের ছবি ‘পরদেশ’-এর কথা উঠলেই দর্শকের চোখে ভেসে ওঠে মাহিমার হাসিমাখা মুখটি। বিগত কয়েক বছর ধরেই বলিউড থেকে দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী। ক্যান্সারের মতো মারণ রোগের সাথে লড়াই করছেন তিনি। বলিউড অভিনেতা অনুপম খের একটি ভিডিওতে মাহিমার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

অনুপম খের লিখেছেন, ’আমি ১ মাস আগে মাহিমা চৌধুরীকে ফোন করেছিলাম। তখন আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। ওর সাথে একটা সিনেমা নিয়ে আলোচনা করার ছিল আমার। কথা বলতেই জানতে পারলাম ও স্তন ক্যান্সারে আক্রান্ত। ওর জীবনযাপনের পদ্ধতি ও মনোভাব সারা বিশ্বের নারীদের জীবন যাপনের জন্য একটি নতুন অনুপ্রেরণা দিতে পারে। ও চেয়েছিল আমি ওর এ যাত্রাটা সকলের সামনে তুলে ধরি। ও আমার প্রশংসা করলেও আমি বলতে চাই মাহিমা তুমি আমার নায়ক। মাহিমার জন্য প্রার্থনা করুন সবাই। ও এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং আবার উড়তে প্রস্তুত।’

ভিডিওতে মাহিমা জানিয়েছেন, তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, অনুপম খের তখন ফোনে তাকে অভিনেতার ছবিতে কাজ করার জন্য ডেকেছিলেন। তিনি বলেন, ওয়েব শো ও ফিল্ম করার জন্য কল পেয়েছিলেন। তবে তিনি ‘হ্যাঁ’ বলতে পারেননি কারণ তার এখন চুল নেই। পরে আবেগ প্রবণ হয়ে পড়েন এবং অনুপমকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি পরচুলা দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন কিনা।

তবে ভিডিওতে বেশ হাসিমাখা মুখে ধরা দিয়েছেন মাহিমা। ভিডিওটি অভিনেত্রীর ক্যান্সার যাত্রার সময়ের। মাহিমা চৌধুরী পরদেশ ছাড়াও ধাড়কান, ওম জয় জগদীশের মতো অনেক ছবিতে কাজ করেছেন। ২০১৬ সালে ‘ডার্ক চকলেট’ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে। বড় পর্দার পাশাপাশি তিনি টিভিতেও কিছু কাজ করেছেন।

(ঊষার আলো-এসএইস)