UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে দিন মজুরের মৃত্যু

pial
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা সমাদ্দারখালী এলাকায় দেলোয়ার হোসেন (৪৩) নামে একজন দিনমজুর বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

শনিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। সে জিউধারা ইউনিয়নের সমাদ্দারখালী গ্রামের ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও ৩ জন সন্তান রয়েছে। স্থানীয়রা জানায় দিনমজুর দেলোয়ার হোসেন ঘটনার সময় প্রতিবেশী মোতালেব খানের বাড়িতে নারকেল গাছ পরিস্কার করার জন্য কাজে যায়। গাছের সাথে বিদ্যুতের তার জড়িয়ে থাকায় সে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।

মোড়েলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ডসহ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)