UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের ষাটগুম্বুজে ঈদের প্রধান জামাত

usharalodesk
মে ১৩, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রতিবছরের মত এবারও ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং সকাল সাড়ে ৮টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। তবে সবক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরিধানের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)