UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আরও ৬০ জনের পজেটিভ, মৃত্যু ১

usharalodesk
আগস্ট ৮, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৬০ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। এ সময়ে করোনায় আক্রান্ত আরও ১ জনের প্রাণহানি হয়েছে। রবিবার(৮ আগস্ট) সকাল পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্ত্তি রয়েছেন ২৯ জন।

এদিন সনাক্তের হার ২৩.০৭ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় রবিবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ৩১৬ জন। জেলায় মোট মারা গেলেন ১৩০ জন।

বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির রবিবার সকালে এ প্রতিবেদক কে বলেন, শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত ২৬০ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ৬০ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ জন। বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ২৯ জন করোনা সংক্রমিত রোগি চিকিৎসাধিন রয়েছেন।

(ঊষার আলো-আরএম)