UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

koushikkln
আগস্ট ২৭, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪) নামে দুই বোনের পানিতে ডুবে সলিল সমাধি হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে। নিহত এ দুই শিশু স্থানীয় ভ্যানচালক আব্দুর রহিম তালুকদারের মেয়ে। নিহত দুই শিশুর লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তাদের পিতা রহিম তালুকদার জানান, দুইু মেয়েকে মায়ের কাছে রেখে তিনি জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফিরে মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে তল্লাশি করে দুই মেয়েকে পানির মধ্যে অচেতন অবস্থায় খুঁজে পান। সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

তার দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। সাঁতার না জানার কারণে পাশের বাড়ির পুকুরে গোসল করেত গিয়ে তারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নিয়াজ মাহমুদ ফয়সাল জানান, শিশু দুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে লাশ দুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। একই সঙ্গে দুই বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)