UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন

usharalodesk
জুন ১, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় টার্গেটকৃত ১ লাখ ৮৪ হাজার ১০০ জন শিশুকে ভিটামিন-এ-প্লাস খাওয়ানো হবে। আগামি ৫ জুন থেকে সপ্তাহে ৪ দিন করে দুই সপ্তাহে ৮ দিন এক হাজার ৮৫৮টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ভলান্টিয়ার শিশুদের ভিটামিন খাওয়াবেন। বাগেরহাট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে প্রেসকাবের সংবাদ কর্মীদের সাথে জাতীয় ভিটামিন-এ-প্লাস ক্যাম্পেইন-২০২১ বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। এ কর্মসুচি বিষয়ে সাংবাকিদের সার্বিক ধারনা দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত । এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী ও ডাঃ মুশফিকার রহমান উপস্থিত ছিলেন। প্রেসকাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ অন্যান্য সংবাদ কর্মীরা বক্তব্য রাখেন।

(ঊষার আলো-আরএম)