UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ভুয়া ডিগ্রী লিখে চিকিৎসা ব্যবসা, চিকিৎসককে জরিমানা

pial
মে ১৭, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে ভুয়া ডিগ্রী ধারী লিখে প্রতারনা করে চিকিৎসা করার অপরাধে এমএম মনির নামের একজন চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাগেরহাট জেলা শহরের হরিনখানা এলাকার বাসিন্দা এমএম মনির ও তার স্ত্রী আবিদা সুলতানা স্বপ্না কচুয়া উপজেলার জিরো পয়েন্টে একটি চেম্বার করেন। মেডিসিন, চক্ষু-নাক-কান ও গলা বিশেষজ্ঞ হিসাবে দেশী-বিদেশী প্রশিক্ষন ও ডিগ্রী লিখে ৩০০/৫০০ টাকা পরামর্শ ফি নিয়ে ৪/৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারনা করে আসছে।

বিষয়টি গোপনে জেলা প্রশাসনের নজরে গেলে জেলা কালেক্টরেটের সহকারি কমিশনার রোহান সরকারের নেতৃত্বে মঙ্গলবার (১৭ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের একটি দল ওই চেম্বারে অভিযান চালায়। অভিযানকালে এমএম মনির গভঃ রেজিস্ট্রেশনসহ তার চিকিৎসা প্রদানে ব্যবহ্নত ডিগ্রী লাভে কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। পরে সে ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করে। তবে এ সময় তার স্ত্রী ডাঃ আবিদা সুলতানা চেম্বারে ছিলেন না।

ভ্রাম্যমান আদালতের বিচারক রোহান সরকার বলেন, ভোক্তা অধিকার আইনে কচুয়া উপজেলার জিরো পয়েন্টে ওই চিকিৎসকের চেম্বারে অভিযান করা হয়। অভিযানকালে চিকিৎসক এমএম মনির তার চিকিৎসা সেবা প্রদানের কোন বৈধতা দেখাতে পারে নাই। বরং চিকিৎসার নামে প্রতারনা করার অপরাধ স্বীকার করায় তাকে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

(ঊষার আলো-এফএসপি)