UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

usharalodesk
মে ৩০, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাগেরহাটে পালন করা হয়েছে। বাগেরহাট জেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রবিবার(৩০ মে) দুপুরে শহরের সরুই এলাকায় ব্যাপক শো-ডাউনের মাধ্যমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এমএ সালাম বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। তার দেশ পরিচালনায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রি মহল তাকে নৃশংসভাবে হত্যা করে। জনপ্রিয় এই রাষ্ট্র প্রধানের স্মরনে আজ বিএনপির পতাকাতলে আমরা ঐক্যবদ্ধ। আগামিতে আরো ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশে সঠিক গনতন্ত্র ফিরিয়ে আনা হবে। তিনি মরহুর রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার সহধর্মীনি বারবার নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগুক্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নুর আলম ভুইয়া তানুর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু, আসাদুজ্জামান আসাদ, আব্দুল হাইসহ বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, কৃষকদল নেতা আসাফুদ্দৌলা জুয়েল, যুবদল নেতা নাজমুল হুদা, সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম জুয়েল, মহিলাদল নেত্রী তাছলিমা বেগম, ছাত্রদল নেতা ইমরান খান সবুজ প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে তাবারক বিতারন করা হয়।

(ঊষার আলো-আরএম)