UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনায় আরও ৯২ জনের সনাক্ত, মৃত্যু-১

usharalodesk
জুলাই ২, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরো ১ জন। ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। ফলে ২৪ ঘন্টায় জেলায় সংক্রমণের হার ৫৪ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা দাাঁড়াল ৩ হাজার ৫৯৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেলেন ৮৮ জন। শুক্রবার সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ১৭০ জনের নমুনা পরিক্ষায় আরো ৯২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এতে গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৫৪ শতাংশ হয়েছে। আগের দিন ছিল ৪৯ শতাংশ ।

(ঊষার আলো-আরএম)