UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলায় আরও ১০১ জনের করোনা পজেটিভ, মৃত্যু-২

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : ৯টি উপজেলা অধ্যুসিত বাগেরহাট জেলায় করোনা মহামারিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০১ জন করোনা পজেটিভ হয়েছেন। সোমবার সকাল থেকে মঙ্গলবার (২৭জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৫৪ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে নতুন করে ১০১ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরো ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৭৪৯ জন। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১১৯ জন। মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৫৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ১০১ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ২৮.৫৩ শতাংশ। আর মারা গেছেন ২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৪০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

(ঊষার আলো-আরএম)