UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

usharalodesk
জুন ২৩, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের পক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং জাতীয় ও দলীয় পতাকা উড়ানো হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকালে দলীয় কার্যালয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি ও চাখার ইউপির বিদায়ী চেয়ারম্যান খিজির সরদার, যুগ্ম-সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখারের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, বাইশারী ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী, সলিয়াবাকপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিক মাষ্টার, উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী, পৌর আওয়ামী লীগের সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক এমএ ওহাব, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-এমএনএস)