ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধার পলাশবাড়িতে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।বুধবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- সোহেল ও তাইজুল। তাদের দুজনের বাড়ি রংপুরের পীরগঞ্জে।পলাশবাড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে সবজি বোঝাই একটি অটোরিকশায় কয়েকজন যাত্রী পলাশবাড়ির দিকে আসছিলেন। অটোরিকশা বিটিসি মোড়ে পৌঁছালে, ঢাকা থেকে রংপুরগামী সাফা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়।
ঊষার আলো-এসএ