UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘বিগ বস’র নতুন আসরে খেলবেন সালমান খান নিজেই!

pial
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের অন্যতম বিতর্কিত ও আলোচিত রিয়েলিটি শো হলো ‘বিগ বস’। আগের মৌসুমগুলোর মতো বিগ বস ১৬তেও সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন সালমান খান। এজন্য বড় অঙ্কের অর্থও পাবেন বলিউডের ‘ভাইজান’।

কালার্স টিভি এরইমধ্যে শোয়ের দুটি ভিডিও প্রকাশ করেছে। আর দুটিতেই দেখা গেছে সালমানকে। ভিডিওতে সালমান বলেছেন, ‘এতদিন বিগ বস (সালমান) সবার খেলা দেখেছেন, তবে এবার বিগ বস নিজেই খেলা দেখাবেন’।

অক্টোবরে বিগ বসের ১৬ তম মৌসুম শুরু হওয়ার কথা আছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনি যদি এক দিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন যে, পৃথিবী উল্টে গিয়েছে? দিনে চাঁদ উঠছে। মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না, সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। কী যে হচ্ছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আর তখন আপনার সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগের অতীত। সতর্ক থাকুন সেই নতুন ভোর আসছে। যা ঘটবে, তা আপনি কল্পনাও করতে পারছেন না। কাজে সিট বেল্ট বেঁধে প্রস্তুত হন’।

(ঊষার আলো-এফএসপি)