UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মিথিলা

ঊষার আলো
নভেম্বর ২৩, ২০২২ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : গত কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে চর্চায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুর্খাজি। দুজনের দুটি পোস্টকে কেন্দ্র করে এই চর্চা। নেটিজেনরা তাদের সেই পোস্ট থেকে ধরে নেন দুই দেশের দুই তারকার তিন বছরের সুরের সংসারে ভাঙনের সুর বাজছে!

প্রবর্তন অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুনতবে চলমান এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন মিথিলা। কলকাতার একটি অনলাইনের কাছে অভিনেত্রী নিজেই বিষয়টি খোলাসা করলেন। বললেন, “শেষ কয়েক দিন অফিসের কাজে চূড়ান্ত ধকল গিয়েছে।

আচমকাই দেখলাম অনেকে মেসেজ করছে। আরে ওটা আমার এমনি একটা ফোটোশুটের ছবি, তাতে মনে হলো এই লেখাটা ভালো যাবে। আর তা ছাড়া সৃজিত বব ডিলানের যে গানটি দিয়েছিল, ওটা আমার আর সৃজিত দু’জনেরই প্রিয় গান।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘এই বছরটা আমার আর ওর বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনও সময়ই নেই।”কিছু দিন আগে একটি পোস্টে মিথিলা লেখেন, ‘প্রকৃত প্রেম কীভাবে বোঝা সম্ভব? প্রেমে কি ন্যায় হয়? ভালবাসা যে সত্যিই নেই, সেটা বোঝার জন্য কতটা পথ হাঁটতে হয়?’’

অন্যদিকে সৃজিত ডিলানের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কয়েকটি লাইন লেখেন তার পোস্টে, ‘দেয়ার ইজ় নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ় নো নিড ফর ব্লেম।’এরপরই মূলত নায়িকা-পরিচালকের সম্পর্ক ঘিরে তৈরি হয় নানান প্রশ্ন।

উল্লেখ্য, এই মুহূর্তে নিজের অফিসের কাজ নিয়েই ব্যস্ত মিথিলা। বাংলাদেশের বেশ কিছু কাজ রয়েছে ঝুলিতে। কলকাতায়ও মুক্তির অপেক্ষায় তার নতুন সিনেমা ‘মায়া’।

ঊষার আলো-এসএ