UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ী সংবাদযোদ্ধা ছিলেন তোয়াব খান : নতুনধারা

pial
অক্টোবর ১, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শোক বার্তা : বরেণ্য সংবাদযোদ্ধা তোয়াব খানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। নতুনধারা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, বিজয়ী সংবাদযোদ্ধা ছিলেন তোয়াব খান। জীবনের প্রতিটি পর্বে বিজয় অর্জন করেছেন নিবেদিত এই সংবাদযোদ্ধা। তাঁর সংবাদীয় অবদান নিঃসন্দেহে ইতিহাস হয়ে থাকবে।

১ অক্টোবর প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ শোক বিজ্ঞপ্তিতে আরো বলেন, নির্মমতার রাজনীতির বিরুদ্ধে-দুর্নীতির বিরুদ্ধে আজীবন নিবেদিত থাকা সংবাদযোদ্ধা তোয়াব খানের জীবন-কর্মকে স্মরণিয় করে রাখতে আমরা অনতিবিলম্বে জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদযোদ্ধা তোয়াব খান স্মৃতি কর্ণার’ বাস্তবায়ন চাই।

(ঊষার আলো-এফএসপি)