UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কিত টুইটের জন্য গ্রেফতার কমল আর খান

pial
আগস্ট ৩০, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউডে খান বলতেই শাহরুখ, আমির, সালমান বা সাইফের কথা মাথায় আসে অনুরাগীদের। তবে আরেকজন খান রয়েছেন বলিউডে, তিনি কমল রশিদ খান। বিতর্কিত সব টুইট করে তারকাদের আক্রমণ করেন তিনি, আর এবার সেই টুইটের জন্যই গ্রেফতার হয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী।

এনডিটিভি জানায়, মঙ্গলবার (৩০ আগসস্ট) কেআরকে নামে পরিচিত এই তারকাকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০২০ সালে একটি বিতর্কিত টুইট করার অভিযোগ আনা হয়েছে, তাকে বোরিভেলি আদালতে তোলা হবে।

২০২০ সালে ঋষি কাপুর ও ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে কেআরকের বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়।
প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)