UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিধিনিষেধ না মানায় ১৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের জরিমানা

usharalodesk
জুন ২৬, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : করোনার সংক্রমন রোধে মোংলায় চলছে কঠোর বিধিনিষেধের ২৮ তম দিন। বিধিনিষেধ আর স্বাস্থ্যবিধি না মানায় মোংলা পৌরশহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ ব্যবসায়ী/ ব্যাক্তি কে অর্থদন্ড করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) নয়ন কুমার রাজবংশী। এ সময় সরকারী নির্দেশনা অমান্যকারীদের মামলার মাধ্যমে ৪ হাজার একশত টাকা অর্থদন্ড করা হয়। সরকারী প্রঞ্জাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলার সর্বত্র মোবাইল কোট পরিচালনা করা হবে বলে জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশী।
এদিকে ২৪ ঘন্টায় মোংলায় নতুন করে আরো ১৪ জনের শরিরে করোনা সনাক্ত হয়েছে। শনিবার (২৬ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেএ ৩০ জনের নমুনা পরিক্ষায় ১৪ জনের পজিটিভ ধরা পড়ে। পরিক্ষন বিভেচনায় আক্রান্তের হার শতকরা ৪৬ ভাগের উপরে। এর আগে বৃহস্পতিবার আক্রান্তের হার ছিলো ৬৫ ভাগ। আর বুধবার ছিলো ২২ ভাগ। করোনা রোগী সনাক্ত আর সংক্রমন বাড়তে থাকায় গত ৩০ মে থেকে মোংলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়।
(ঊষার আলো-এমএনএস)