UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পর ক্যাটরিনার কিসের প্রেমে পড়েছেন, জানালেন ভিকি

usharalodesk
নভেম্বর ১০, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: এ মুহূর্তে বলিউড অভিনেত্রী স্ত্রী ক্যাটরিনা কাইফের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন অভিনেতা ভিকি কৌশল। দেখতে দেখতে বিয়ের প্রায় তিন বছর পার করে ফেললেন এ দম্পতি। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক নিয়ে হামেশাই খোলামেলা আড্ডা দিতে দেখা যায় ভিকি কৌশলকে। এবার সেই প্রশংসায় পঞ্চমুখ এ অভিনেতা।

সম্প্রতি তাদের মধ্যকার বন্ডিং নিয়ে কথা বললেন অভিনেতা ভিকি কৌশল। এখানেই শেষ নয়, স্ত্রী ক্যাটরিনাকে নিজের থেকে বড় সুপারস্টার হিসেবে ঘোষণা করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না ভিকি।

আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ভিকি কৌশল বলেন, যখন দুজন মানুষ একসঙ্গে আসে এবং এত গভীরভাবে সংযোগ স্থাপন করে, তখন এসবই খুব সাধারণ জিনিস হয়ে দাঁড়ায়। কারণ আপনারা জানেন— কেন আপনারা একে অপরের সঙ্গে আছেন। এটিই আপনার কাছে মূল্যবান। অন্য ব্যক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোকে নিয়ে চলার নামই ভালোবাসা। তিনি বলেন, ক্যাটরিনা এমন একজন ব্যক্তি, যিনি আমার রিয়েলিটি চেক। তিনি সবসময় আমাকে বলেন—এটা আরও ভালো হতে পারে, ওটা আরও ভালো হতে পারে। এমন ব্যক্তিকে পেয়ে ভালো লাগে, যিনি কেবল আপনার সঙ্গে সৎ। তিনি সত্যিই তার দৃঢ়তা, প্রতিভা এবং অভিনয়ের মাধ্যমে নিজের পথ তৈরি করেছেন। তাই তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

ক্যাটরিনার আরও প্রশংসা করে ভিকি কৌশল বলেন, আমি সবসময় তাকে ওপরে তুলব। কারণ সে শুধু সুপারস্টার নয়, তার একজন সুপারস্টারের হৃদয়ও রয়েছে। এটারই প্রেমে পড়েছি আমি। তিনি বলেন, আমি অনুভব করি যে, আমি এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছি, যিনি আমার ফাঁকগুলো পূরণ করেন। এটি আমাকে আমার নিজের আরও ভালো সংস্করণ করে তোলে। ক্যাটরিনাকে আমার জীবনসঙ্গী হিসেবে পাওয়ায় আমি সত্যিই দারুণ অনুভব করছি বলে জানান এ অভিনেতা।

ভিকি কৌশলের এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক নেটিজেন লিখেছেন— একজন সুপারস্টার এত নমনীয় হতে পারে, তা ভাবা যায় না। আরেক নেটিজেন লিখেছেন—নিজের বউকে এত বড় দরজা দেওয়া কোনো মুখের কথা নয়। তৃতীয়জন লিখেছেন—ভিকি তুমি খুব ভালো মানুষ। আর এর কৃতিত্ব শুধু তোমাকে দিলে হবে না, তোমার মা-বাবারও প্রাপ্য।

উল্লেখ্য, ভিকি কৌশলকে আগামীতে লক্ষ্মণ উতেকারের মহাকাব্যিক অ্যাকশন-ড্রামা ছাওয়াতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, প্রদীপ রাওয়াত প্রমুখ। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

ঊষার আলো-এসএ