UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে আরও ৮,৬৬৫ জনের মৃত্যু, সনাক্ত ৫ লাখ ৪১ হাজারের বেশি

usharalodesk
আগস্ট ২৯, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৮ হাজার ৬৬৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ লাখ ৭ হাজার ৮৪০ জনে। আজ (রোববার) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৬৬৫ জনের মৃত্যু ও নতুন করে আরও ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা শনাক্ত হলো ২১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ১৮ জন, মোট মৃত্যু হলো ৪৫ লাখ ৭ হাজার ৮৪০ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৬৬৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৬ লাখ ৫৪ হাজার ৩৮১ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ১৮৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৮৬০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

(ঊষার আলো-আরএম)